আর এই দুর্গের শিখরদেশে তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে পরিপাটি করে একটি কোরবানগাহ্ তৈরি কর, আর সেই দ্বিতীয় ষাঁড়টি নিয়ে, যে আশেরা কেটে ফেলবে, তারই কাঠ দিয়ে পোড়ানো-কোরবানী কর।