কাজীগণ 5:11-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. ধনুর্ধ্বরদের কথা থেকে দূরে, পানি তুলবার স্থান সকলে,সেখানে কীর্তিত হচ্ছে মাবুদের ধর্মক্রিয়া,ইসরাইলে তাঁর শাসন সংক্রান্ত ধর্মক্রিয়াগুলো;তখন মাবুদের লোকেরা নগর-দ্বারে নেমে যেত।

12. দবোরা, জাগ্রত হও, জাগ্রত হও;জাগ্রত হও, জাগ্রত হও, গান কর; বারক উঠ;অবীনোয়মের পুত্র, তোমার বন্দীদেরকে বন্দী কর।

13. তখন বীরদের অবশিষ্টেরা ও জনগণ নামলো;মাবুদ আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামলেন।

14. আফরাহীম থেকে আমালেক-নিবাসীরা এল;বিন্‌ইয়ামীন তোমার লোকদের মধ্যে তোমার পিছনে এল;মাখীর থেকে নেতৃবর্গ নামলেন, সবূলূন থেকে রণ-দণ্ডধারীরা নামলেন।

কাজীগণ 5