আর এহূদ তাঁর কাছে আসলেন; তখন বাদশাহ্ একাকী তাঁর উপর তলার শীতল কামরায় বসেছিলেন। এহূদ বাদশাহ্কে বললেন, আপনার কাছে আল্লাহ্র একটি কালাম সম্পর্কে আমার বক্তব্য আছে; তাতে তিনি তাঁর আসন থেকে উঠলেন।