1. মিস্পাতে বনি-ইসরাইলরা এই কসম খেয়েছিল, আমরা কেউ বিন্ইয়ামীনের মধ্যে কারো সঙ্গে আমাদের কন্যার বিয়ে দেব না।
2. পরে লোকেরা বেথেলে এসে সন্ধ্যা পর্যন্ত সেই স্থানে আল্লাহ্র সম্মুখে বসে চিৎকার করে ভীষণভাবে কান্নাকাটি করলো।
3. তারা বললো, হে মাবুদ, ইসরাইলের আল্লাহ্, আজ ইসরাইলের মধ্যে একটি বংশের লোপ হল, ইসরাইলের মধ্যে কেন এমন ঘটলো?