আর যিনি তাদের পূর্বপুরুষদের আল্লাহ্, যিনি তাদেরকে মিসর দেশ থেকে বের করে এনেছিলেন, সেই মাবুদকে ত্যাগ করে অন্য দেবতাদের, অর্থাৎ তাদের চারদিকে যে লোকেরা বসবাস করত তাদের দেবতাদের অনুগামী হয়ে তাদের কাছে সেজ্দা করতে লাগল। এভাবে তারা মাবুদকে অসন্তুষ্ট করলো।