কাজীগণ 18:29-31 কিতাবুল মোকাদ্দস (BACIB)

29. আর তাদের পূর্বপুরুষ ইসরাইলের পুত্র দানের নাম অনুসারে সেই নগরের নাম দান রাখল; কিন্তু আগে সেই নগরের নাম ছিল লয়িশ।

30. আর দানীয়রা নিজেদের জন্য সেই খোদাই-করা মূর্তি স্থাপন করলো এবং সেই দেশের লোকেরা বন্দীদশায় না যাওয়া পর্যন্ত মূসার পুত্র গের্শোমের সন্তান যোনাথন এবং তার সন্তানেরা দানীয় বংশের ইমাম হল।

31. আর যত দিন শীলোতে আল্লাহ্‌র এবাদতখানাটি থাকলো, তারা নিজেদের জন্য মিকাহ্‌র তৈরি ঐ খোদাই-করা মূর্তি স্থাপন করে রাখল।

কাজীগণ 18