তখন সেই স্ত্রী এসে তার স্বামীকে বললেন, আল্লাহ্র এক জন লোক আমার কাছে এসেছিলেন, তাঁর চেহারা আল্লাহ্র ফেরেশতার চেহারার মত, অতি ভয় জাগানো; তিনি কোথা থেকে আসলেন তা আমি তাঁকে জিজ্ঞাসা করি নি, আর তিনিও আমাকে তাঁর নাম বলেন নি।