তখন বনি-ইসরাইল মাবুদকে বললো, আমরা গুনাহ্ করেছি; এখন তোমার দৃষ্টিতে যা ভাল মনে হয়, তা-ই আমাদের প্রতি কর; আরজ করি, কেবল আজ আমাদের উদ্ধার কর।