পরে কাসিফিয়া নামক স্থানের প্রধান লোক ইদ্দোর কাছে তাদেরকে প্রেরণ করলাম; আর ‘তোমরা আমাদের আল্লাহ্র গৃহের জন্য পরিচারকদেরকে আমাদের কাছে আন,’ কাসিফিয়া স্থান প্রবাসী ইদ্দোকে ও তার ভাই নথীনীয়দেরকে এই কথা বলতে তাদেরকে হুকুম করলাম।