উযায়ের 8:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. বাদশাহ্‌ আর্টা-জারেক্সের রাজত্বকালে তাদের পিতৃকুলপতিরা আমার সঙ্গে ব্যাবিলন থেকে প্রস্থান করলো, তাদের নাম ও খান্দাননামা এই:

2. পীনহসের সন্তানদের মধ্যে গের্শোম, ঈথামরের সন্তানদের মধ্যে দানিয়াল, দাউদের সন্তানদের মধ্যে হটূশ।

3. শখনিয়ের সন্তানদের মধ্যে; পরোশের সন্তানদের মধ্যে জাকারিয়া এবং বংশাবলিতে নির্দিষ্ট তার সঙ্গী এক শত পঞ্চাশ জন পুরুষ।

4. পহৎ-মোয়াবের সন্তানদের মধ্যে সরহিয়ের পুত্র ইলীয়ৈনয় ও তার সঙ্গী দুই শত পুরুষ।

5. শখনিয়ের সন্তানদের মধ্যে মহসীয়েলের পুত্র ও তার সঙ্গী তিন শত পুরুষ।

6. আদীনের সন্তানদের মধ্যে যোনাথনের পুত্র এবদ ও তার সঙ্গী পঞ্চাশ জন পুরুষ।

উযায়ের 8