তখন যেশূয়, তাঁর পুত্ররা ও ভাইয়েরা, এহুদার সন্তান কদ্মীয়েল ও তাঁর পুত্ররা আল্লাহ্র গৃহে কর্মকারীদের কাজের তত্ত্বাবধানের জন্য একত্র হয়ে দাঁড়ালেন; লেবীয় হেনাদদের সন্তানেরা ও তাদের পুত্র ও ভাইয়েরা তদ্রূপ করলো।