উযায়ের 2:8-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. সত্তূর সন্তান নয়শো পঁয়তাল্লিশ জন।

9. সক্কয়ের সন্তান সাত শত ষাট জন।

10. বানির সন্তান ছয় শত বেয়াল্লিশ জন।

11. বেবয়ের সন্তান ছয় শত তেইশ জন।

12. অস্‌গদের সন্তান এক হাজার দুই শত বাইশ জন।

13. অদোনীকামের সন্তান ছয় শত ছেষট্টি জন।

14. বিগ্‌বয়ের সন্তান দুই হাজার ছাপ্পান্ন জন।

15. আদীনের সন্তান চারশো চুয়ান্ন জন।

16. যিহিস্কিয়ের বংশজাত আটেরের সন্তান আটানব্বই জন।

17. বেৎসয়ের সন্তান তিন শত তেইশ জন।

18. যোরাহের সন্তান এক শত বারো জন।

19. হশুমের সন্তান দুই শত তেইশ জন।

20. গিব্বরের সন্তান পঁচানব্বই জন।

উযায়ের 2