উযায়ের 2:66-70 কিতাবুল মোকাদ্দস (BACIB)

66. তাদের সাত শত ছত্রিশটি ঘোড়া, দুই শত পঁয়তাল্লিশটি খচ্চর,

67. চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাত শত বিশটি গাধা ছিল।

68. পরে পিতৃকুলপতিদের মধ্যে কয়েক জন লোক মাবুদের জেরুশালেমের গৃহের স্থানে আসলে আল্লাহ্‌র সেই গৃহ স্বস্থানে স্থাপনের জন্য ইচ্ছাপূর্বক দান করলো।

69. তারা যার যার সামর্থ্য অনুসারে ঐ কর্মের ভাণ্ডারে একষট্টি হাজার অদর্কোন সোনা ও পাঁচ হাজার মানি রূপা ও ইমামদের জন্য এক শত কোর্তা দিল।

70. পরে ইমাম, লেবীয় ও অন্য কোন কোন লোক এবং গায়ক, দ্বারপাল ও নথীনীয়েরা নিজের নিজের নগরে এবং সমস্ত ইসরাইল যার যার নগরে বাস করতে লাগল।

উযায়ের 2