উযায়ের 2:40-43 কিতাবুল মোকাদ্দস (BACIB)

40. লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় ও কদ্‌মীয়েলের সন্তান চুয়াত্তর জন।

41. গায়কবর্গ; আসফের সন্তান এক শত আটাশ জন।

42. দ্বারপালদের সন্তানবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টলমোনের সন্তান, অক্কুরের সন্তান, হটীটার সন্তান, শোবয়ের সন্তান সর্বসুদ্ধ এক শত ঊনচল্লিশ জন।

43. নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান,

উযায়ের 2