39. হারীমের সন্তান এক হাজার সতের জন।
40. লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় ও কদ্মীয়েলের সন্তান চুয়াত্তর জন।
41. গায়কবর্গ; আসফের সন্তান এক শত আটাশ জন।
42. দ্বারপালদের সন্তানবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টলমোনের সন্তান, অক্কুরের সন্তান, হটীটার সন্তান, শোবয়ের সন্তান সর্বসুদ্ধ এক শত ঊনচল্লিশ জন।
43. নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান,
44. টব্বায়োতের সন্তান, কেরোসের সন্তান, সীয়ের সন্তান, পাদোনের সন্তান,
45. লবানার সন্তান, হগাবের সন্তান, অক্কূবের সন্তান,
46. হাগবের সন্তান, শম্লয়ের সন্তান,
47. হাননের সন্তান, গিদ্দেলের সন্তান, গহরের সন্তান,
48. রায়ার সন্তান, রৎসীনের সন্তান,
49. নকোদের সন্তান, গসমের সন্তান, উষের সন্তান, পাসেহের সন্তান, বেষয়ের সন্তান,
50. অস্নার সন্তান, মিয়ূনীমের সন্তান, নফূষীমের সন্তান;
51. বক্বুকের সন্তান, হকূফার সন্তান,
52. হর্হূরের সন্তান, বসলূতের সন্তান,