উযায়ের 2:2-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. এরা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়া, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিলশন, মিস্পর, বিগ্‌বয়, রহূম ও বানা, এঁদের সঙ্গে ফিরে এল। সেই ইসরাইল লোকদের পুরুষ-সংখ্যা হল:

3. পরোশের সন্তান দুই হাজার এক শত বাহাত্তর জন।

4. শফটিয়ের সন্তান তিন শত বাহাত্তর জন।

5. আরহের সন্তান সাত শত পঁচাত্তর জন।

6. যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ-মোয়াবের সন্তান দুই হাজার আটশো বারো জন।

7. এলমের সন্তান এক হাজার দুই শত চুয়ান্ন জন।

8. সত্তূর সন্তান নয়শো পঁয়তাল্লিশ জন।

9. সক্কয়ের সন্তান সাত শত ষাট জন।

10. বানির সন্তান ছয় শত বেয়াল্লিশ জন।

11. বেবয়ের সন্তান ছয় শত তেইশ জন।

12. অস্‌গদের সন্তান এক হাজার দুই শত বাইশ জন।

13. অদোনীকামের সন্তান ছয় শত ছেষট্টি জন।

14. বিগ্‌বয়ের সন্তান দুই হাজার ছাপ্পান্ন জন।

উযায়ের 2