27. সত্তূর সন্তানদের মধ্যে ইলিয়ৈনয়, ইলিয়াশীব, মত্তনিয়, যিরেমোৎ, সাবদ ও অসীসা।
28. বেবয়ের সন্তানদের মধ্যে যিহোহানন, হনানিয়, সব্বয়, অৎলয়।
29. বানির সন্তানদের মধ্যে মশুল্লম, মল্লূক ও অদায়া, যাশূব, শাল ও যিরমোৎ।
30. পহৎ-মোয়াবের সন্তানদের মধ্যে অদ্ন, কলাল, বনায়, মাসেয়, মত্তনিয়, বৎসলেল, বিন্নূয়ী ও মানশা।
31. হারীমের সন্তানদের মধ্যে ইলিয়েষর, যিশিয়, মল্কিয়, শময়িয়,
32. শিমিয়োন, বিন্ইয়ামীন, মূল্লূক, শমরিয়।
33. হশূমের সন্তানদের মধ্যে মত্তনয়, মত্তত্ত, সাবদ, ইলীফেলট, যিরেময়, মানশা, শিমিয়ি।
34. বানির সন্তানদের মধ্যে মাদয়, অম্রাম ও ঊয়েল,
35. বনায়, বেদিয়া, কলূহূ,
36. বনিয়, মরেমোৎ, ইলিয়াশীব,
37. মত্তনিয়, মত্তনয়, যাসয়,
38. বালি, বিন্নূয়ী,
39. শিমিয়ি, শেলিমিয়, নাথন, অদায়া,
40. মক্লদ্বয়, শাশয়, শারয়,
41. অসরেল, শেলিমিয়, শমরিয়,