উযায়ের 10:14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

অতএব সমস্ত সমাজের পক্ষে আমাদের কর্মকর্তা নিযুক্ত হোন এবং আমাদের নগরে নগরে যারা বিজাতীয় কন্যাদেরকে বিয়ে করেছে, তারা এবং তাদের সঙ্গে প্রত্যেক নগরের প্রাচীন নেতৃবর্গরা ও বিচারকর্তারা যার যার নিরূপিত সময়ে আসুক; তাতে এই বিষয়ে আমাদের আল্লাহ্‌র প্রচণ্ড ক্রোধ আমাদের থেকে নিবৃত্ত হবে।

উযায়ের 10

উযায়ের 10:9-21