ইয়ারমিয়া 48:2 কিতাবুল মোকাদ্দস (BACIB)

মোয়াবের প্রশংসা আর নেই, লোকেরা হিশ্‌বোনে তার অমঙ্গলার্থে মন্ত্রণা করেছে, ‘এসো, আমরা তাদেরকে উচ্ছিন্ন করি, জাতি হিসেবে আর থাকতে দেব না।’ হে মদ্‌মেনা, তুমিও নিস্তব্ধ হবে, তলোয়ার তোমার পিছনে তাড়া করবে।

ইয়ারমিয়া 48

ইয়ারমিয়া 48:1-11