ইয়ারমিয়া 48:19-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. হে অরোয়ের-নিবাসিনী, তুমি পথের পাশে দাঁড়িয়ে অবলোকন কর এবং পলাতক ও রক্ষা পাওয়া স্ত্রীকে জিজ্ঞাসা কর, কি হয়েছে?

20. মোয়াব লজ্জিত হয়েছে, কেননা সে ভেঙ্গে পড়েছে; তোমরা হাহাকার ও ক্রন্দন কর; অর্ণোনে এই কথা প্রচার কর, ‘মোয়াব উৎসন্ন হল’।

21. আর বিচার-দণ্ড উপস্থিত হল, সমভূমির উপরে,

22. হোলন, যহস, মেফাৎ, দীবোন,

23. নবো, বৈৎ-দিব্লাথয়িম, কিরিয়াথয়িম, বৈৎ-গামূল, বৈৎ-মিয়োন, করিয়োৎ ও

ইয়ারমিয়া 48