ইয়ারমিয়া 46:16-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. তিনি অনেককে হোঁচট খাওয়ালেন, হ্যাঁ, তারা এক জন অন্যের উপরে গিয়ে পড়লো; আর তারা বললো, উঠ, আমরা এই উৎপিড়ক তলোয়ার থেকে ফিরে স্বজাতির কাছে ও আমাদের জন্মভূমিতে যাই।

17. সেই স্থানে লোকেরা উচ্চৈঃস্বরে বললো, মিসরের বাদশাহ্‌ ফেরাউন শব্দমাত্র, সে সময় বয়ে যেতে দিয়েছে।

18. বাহিনীগণের মাবুদ যাঁর নাম, সেই বাদশাহ্‌ বলেন, আমার জীবনের কসম, পর্বতমালার মধ্যে তাবোরের মত কিংবা সমুদ্রের নিকটস্থ কর্মিলের মত এক ব্যক্তি আসবে।

ইয়ারমিয়া 46