তখন ব্যাবিলনের বাদশাহ্র সমস্ত কর্মকর্তা, অর্থাৎ নের্গলশরেৎসর, সমগর-নবো, প্রধান নপুংসক শর্সখীম ও প্রধান গণক নের্গলশরেৎসর প্রভৃতি ব্যাবিলনের বাদশাহ্র সমস্ত কর্মকর্তা প্রবেশ করে মধ্যম দ্বারে বসলেন।