17. তখন ইয়ারমিয়া সিদিকিয়কে বললেন, মাবুদ, বাহিনীগণের আল্লাহ্, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, তুমি যদি বের হয়ে ব্যাবিলনের বাদশাহ্র কর্মকর্তাদের কাছে যাও, তবে তোমার প্রাণ বাঁচবে, এই নগরও আগুনে পুড়িয়ে দেওয়া হবে না এবং তুমি বাঁচবে, তুমি ও তোমার পরিবার বাঁচবে।
18. কিন্তু যদি ব্যাবিলনের বাদশাহ্র কর্মকর্তাদের কাছে না যাও, তবে এই নগর কল্দীয়দের হাতে তুলে দেওয়া হবে এবং তারা তা আগুনে পুড়িয়ে দেবে, আর তুমিও তাদের হাত থেকে রক্ষা পাবে না।
19. সিদিকিয় বাদশাহ্ ইয়ারমিয়াকে বললেন, যে ইহুদীরা কল্দীয়দের পক্ষে গেছে, তাদেরকে আমি ভয় করি; কি জানি, আমাকে তাদের হাতে তুলে দেওয়া হবে, আর তারা আমাকে অপমান করবে।
20. ইয়ারমিয়া বললেন, আপনাকে তাদের হাতে তুলে দেওয়া হবে না; আরজ করি, আমি আপনাকে যা বলি, সেই বিষয়ে আপনি মাবুদের কথা মান্য করুন; তাতে আপনার মঙ্গল হবে, আপনার প্রাণ বাঁচবে।
21. কিন্তু আপনি যদি যেতে অসম্মত হন, তবে মাবুদ আমাকে যা জানিয়েছেন, সেই কথা এই;
22. দেখুন, এহুদার রাজপ্রাসাদে অবশিষ্ট সমস্ত স্ত্রীলোক ব্যাবিলনের বাদশাহ্র কর্মকর্তাদের কাছে নীত হবে। আর সেই স্ত্রীলোকেরা বলবে, তোমার মিত্ররা তোমাকে ভুলিয়েছে, পরাজিত করেছে, তোমার পা কাদার মধ্যে ডুবে গেছে, ওরা তোমাকে ত্যাগ করেছে।
23. আর লোকেরা আপনার সমস্ত স্ত্রী ও আপনার সন্তানদেরকে বাইরে কল্দীয়দের কাছে নিয়ে যাবে; এবং আপনিও তাদের হাত থেকে রক্ষা পাবেন না, কিন্তু ব্যাবিলনের বাদশাহ্র হাতে ধরা পড়বেন এবং তিনি এই নগরকে আগুনে পুড়িয়ে দেবেন।
24. পরে সিদিকিয় ইয়ারমিয়াকে বললেন, এসব কথা কেউ যেন জানতে না পারে, জানলে আপনি মারা পড়বেন।
25. কিন্তু আমি যে আপনার সঙ্গে কথাবার্তা বলেছি, কর্মকর্তারা যদি তা শুনতে পায় এবং আপনার কাছে এসে বলে, ‘তুমি বাদশাহ্কে কি কি বলেছ তা আমাদের জানাও, আমাদের কাছ থেকে কিছুই গোপন করো না, তাতে আমরা তোমাকে হত্যা করবো না, আর বাদশাহ্ তোমাকে কি কি বলেছেন, জানাও,’
26. তবে আপনি তাদেরকে এই কথা বলবেন, বাদশাহ্ যেন আমাকে যোনাথনের বাড়িতে পুনর্বার প্রেরণ না করেন, সেখানে যেন না মরি, বাদশাহ্র কাছে আমি এই ফরিয়াদ করেছিলাম।