13. আর ওরা ঐ দড়ি ধরে টেনে কুয়া থেকে তাঁকে তুললো; এবং ইয়ারমিয়া রক্ষীদের প্রাঙ্গণে থাকলেন।
14. পরে বাদশাহ্ সিদিকিয় লোক পাঠিয়ে ইয়ারমিয়া নবীকে মাবুদের বায়তুল-মোকাদ্দসের তৃতীয় প্রবেশ-স্থানে নিজের কাছে আনালেন; আর বাদশাহ্ ইয়ারমিয়াকে বললেন; আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করি, আমার কাছে কিছুই গোপন করবেন না।
15. ইয়ারমিয়া সিদিকিয়কে বললেন, আমি যদি আপনাকে তা জানাই, তবে আপনি কি আমাকে নিশ্চয়ই হত্যা করবেন না? আর আমি যদি আপনাকে পরামর্শ দিই, আপনি আমার কথায় কান দিবেন না।
16. বাদশাহ্ সিদিকিয় গোপনে ইয়ারমিয়ার কাছে শপথ করে বললেন, আমাদের এই জীবাত্মার নির্মাতা জীবন্ত মাবুদের কসম, আমি আপনাকে হত্যা করবো না এবং আপনার প্রাণনাশ করবার জন্য যারা চেষ্টা করছে তাদের হাতে আপনাকে তুলে দেব না।
17. তখন ইয়ারমিয়া সিদিকিয়কে বললেন, মাবুদ, বাহিনীগণের আল্লাহ্, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, তুমি যদি বের হয়ে ব্যাবিলনের বাদশাহ্র কর্মকর্তাদের কাছে যাও, তবে তোমার প্রাণ বাঁচবে, এই নগরও আগুনে পুড়িয়ে দেওয়া হবে না এবং তুমি বাঁচবে, তুমি ও তোমার পরিবার বাঁচবে।
18. কিন্তু যদি ব্যাবিলনের বাদশাহ্র কর্মকর্তাদের কাছে না যাও, তবে এই নগর কল্দীয়দের হাতে তুলে দেওয়া হবে এবং তারা তা আগুনে পুড়িয়ে দেবে, আর তুমিও তাদের হাত থেকে রক্ষা পাবে না।
19. সিদিকিয় বাদশাহ্ ইয়ারমিয়াকে বললেন, যে ইহুদীরা কল্দীয়দের পক্ষে গেছে, তাদেরকে আমি ভয় করি; কি জানি, আমাকে তাদের হাতে তুলে দেওয়া হবে, আর তারা আমাকে অপমান করবে।
20. ইয়ারমিয়া বললেন, আপনাকে তাদের হাতে তুলে দেওয়া হবে না; আরজ করি, আমি আপনাকে যা বলি, সেই বিষয়ে আপনি মাবুদের কথা মান্য করুন; তাতে আপনার মঙ্গল হবে, আপনার প্রাণ বাঁচবে।