আর যিহোয়াকীমের পুত্র এহুদার বাদশাহ্ যিকনিয়কে ও এহুদার সমস্ত বন্দী, যারা ব্যাবিলনে গেছে, তাদেরকে এই স্থানে ফিরিয়ে আনবো, মাবুদ এই কথা বলেন; কেননা আমি ব্যাবিলনের বাদশাহ্র জোয়াল ভেঙ্গে ফেলব।