কিন্তু যে জাতি ব্যাবিলনের বাদশাহ্র জোয়ালের নিচে তার ঘাড় রাখবে ও তার গোলাম হবে, মাবুদ বলেন, আমি সেই জাতিকে স্বদেশে স্থির থাকতে দেব; তারা সেখানে কৃষিকর্ম করবে ও সেখানে বাস করবে।