ইয়ারমিয়া 25:19-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. যেমন আজ হচ্ছে— মিসরের বাদশাহ্‌ ফেরাউন, তার গোলামেরা, তার কর্মকর্তারা ও তার সমস্ত লোক;

20. এবং সমস্ত মিশ্রিত জাতি, ঊষ দেশের সমস্ত বাদশাহ্‌ ও ফিলিস্তিনীদের দেশের সমস্ত বাদশাহ্‌,

21. অস্কিলোন, গাজা, ইক্রোণ ও অস্‌দোদের অবশিষ্টাংশ;

22. ইদোম, মোয়াব ও অম্মোনীয়রা; এবং টায়ারের সমস্ত বাদশাহ্‌, সিডনের সমস্ত বাদশাহ্‌ ও সমুদ্রপারস্থ উপকূলের বাদশাহ্‌রা,

23. দদান, টেমা, বূষ ও কপালের পার্শ্বদ্বয়ের চুল ছোট করে কাটা সমস্ত লোক,

24. এবং আরবের সমস্ত বাদশাহ্‌ ও মরুভূমিবাসী মিশ্রিত জাতিদের সমস্ত বাদশাহ্‌;

25. এবং সিম্রীর সমস্ত বাদশাহ্‌, এলমের সমস্ত বাদশাহ্‌ ও মাদীয়দের সমস্ত বাদশাহ্‌;

26. এবং উত্তর দিকের কাছে ও দূরের সমস্ত বাদশাহ্‌, নির্বিশেষে এই সকলে; ভূতলে যত রয়েছে, দুনিয়ার সেসব রাজ্য; আর এদের পরে শেশকের বাদশাহ্‌ পান করবে।

ইয়ারমিয়া 25