6. এই কারণ, মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যখন এই স্থান আর তোফৎ কিংবা হিন্নোম-সন্তানের উপত্যকা নামে আখ্যাত হবে না, কিন্তু হত্যার উপত্যকা বলে আখ্যাত হবে।
7. আর আমি এই স্থানে এহুদার ও জেরুশালেমের মন্ত্রণা বিফল করবো এবং দুশমনদের সম্মুখে তলোয়ার দ্বারা ও তাদের যারা প্রাণনাশ করতে চায় সেই লোকদের দ্বারা তাদেরকে নিপাত করবো; আমি তাদের লাশ খাদ্যের জন্য আসমানের পাখিদেরকে ও ভূমির পশুদেরকে দেব।
8. আর আমি এই নগর বিস্ময়ের ও শিশ শব্দের বিষয় করবো, যে কেউ এর কাছ দিয়ে যাতায়াত করবে, সে এর প্রতি উপস্থিত সকল আঘাত দেখে বিস্মিত হবে ও শিশ দেবে।
9. আর যখন তাদের দুশমনেরা ও যারা তাদের প্রাণনাশ করতে চায় তাদের কর্তৃক তারা অবরুদ্ধ ও ক্লিষ্ট হবে, তখন আমি তাদেরকে তাদের পুত্রদের ও কন্যাদের মাংস ভোজন করাব এবং তারা প্রত্যেকে নিজ নিজ বন্ধুর মাংস ভোজন করবে।
10. পরে তুমি তোমার সঙ্গী পুরুষদের সাক্ষাতে সেই ঘট ভেঙ্গে ফেলবে,
11. এবং তাদেরকে বলবে, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, যেমন কুমারের কোন পাত্র ভেঙ্গে ফেললে আর তা জোড়া দেওয়া যায় না, তেমনি আমি এই জাতি ও এই নগর ভেঙ্গে ফেলবো; তাতে কবর দেবার জন্য স্থানের অভাবে লোকেরা তোফতে কবর দেবে।
12. মাবুদ বলেন, আমি এই স্থান ও এই স্থানের অধিবাসীদের প্রতি এই কাজ করবো, আমি এই নগর তোফতের মত করবো।