ইয়ারমিয়া 19:13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তাতে জেরুশালেমের বাড়িগুলো ও এহুদার বাদশাহ্‌দের বাড়িগুলো, অর্থাৎ যে সমস্ত বাড়ির ছাদে তারা আসমানের সমস্ত বাহিনীর উদ্দেশে ধূপ জ্বালাত এবং অন্য দেবতাদের উদ্দেশে পানীয় নৈবেদ্য ঢালত, সেসব বাড়ি তোফতের মত নাপাক স্থান হবে।

ইয়ারমিয়া 19

ইয়ারমিয়া 19:3-15