এহুদার গুনাহ্ লোহার লেখনী ও হীরকের কাঁটা দিয়ে লেখা হয়েছে, তাদের চিত্তফলকে ও তাদের কোরবানগাহ্র শৃঙ্গে তা খোদাই করা হয়েছে।