ইয়ারমিয়া 15:15-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. হে মাবুদ, তুমিই জান; আমাকে স্মরণ কর, আমার তত্ত্বানুসন্ধান কর, আমার তাড়নাকারীদেরকে অন্যায়ের প্রতিশোধ দাও, তোমার দীর্ঘসহিষ্ণুতায় আমাকে হরণ করো না; জেনো আমি তোমার জন্য টিট্‌কারি সহ্য করেছি।

16. যখন তোমার কালামগুলো পাওয়া গেল, আমি সেগুলো ভোজন করলাম, আর তোমার কালামগুলো আমার আমোদ ও অন্তরের হর্ষজনক ছিল; কেননা হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌, আমার উপরে তোমার নাম কীর্তিত।

17. আমি পরিহাসকারীদের সভাতে বসি নি, উল্লাস করি নি; তোমার হাত আমার উপর ছিল বলে একাকী বসতাম, কেননা তুমি আমাকে ক্রোধে পূর্ণ করেছ।

ইয়ারমিয়া 15