ইয়াকুব 1:7-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. সেই ব্যক্তি যে প্রভুর কাছ থেকে কিছু পাবে, এমন আশা না করুক;

8. সে দ্বিমনা লোক, নিজের সকল পথে সে অস্থির।

9. যে ভাই অবনত, তাকে উন্নত করা হয়েছে বলে সে গর্ব করুক;

10. আর যে ভাই ধনবান, তাকে অবনত করা হয়েছে বলে সেও গর্ব করুক, কেননা সে ফুলের মতই ঝরে যাবে।

ইয়াকুব 1