ইয়াকুব 1:15-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. পরে কামনা সগর্ভা হয়ে গুনাহ্‌ প্রসব করে এবং গুনাহ্‌ পরিপক্ক হয়ে মৃত্যুকে জন্ম দেয়।

16. হে আমার প্রিয় ভাইয়েরা ভ্রান্ত হয়ো না।

17. সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর থেকে আসে, জ্যোতির্মণ্ডলের সেই পিতা থেকে নেমে আসে, যাঁতে কোনও পরিবর্তন নেই কিংবা তিনি ছায়ার মত বদলে যান না।

ইয়াকুব 1