তখন ইসরাইলের আল্লাহ্র মহিমা যে কারুবীর উপরে ছিল, তা থেকে উঠে এবাদতখানার গোবরাটের কাছে গেল; এবং তিনি ঐ মসীনা-কাপড় পরিহিত পুরুষকে ডাকলেন, যার কোমরে লিখবার সরঞ্জাম ছিল।