ইহিস্কেল 8:17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তখন তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান তুমি কি দেখলে? এখানে এহুদা-কুল যেসব ঘৃণার কাজ করছে, তাদের পক্ষে কি তা করা লঘু বিষয়? কারণ তারা দেশকে জোর-জুলুমে পরিপূর্ণ করেছে; এবং আবার ফিরে আমাকে বিরক্ত করেছে; আর দেখ, তারা তাদের নাকে সুড়সুড়ি দিচ্ছে।

ইহিস্কেল 8

ইহিস্কেল 8:11-18