ইহিস্কেল 6:6-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. তোমাদের সমস্ত বসতি-স্থানে নগরগুলো উৎসন্ন হবে, উচ্চস্থলীগুলো ধ্বংস হবে; যেন তোমাদের কোরবানগাহ্‌গুলো উৎসন্ন ও ধ্বংস হয় এবং তোমাদের মূর্তিগুলো ভেঙ্গে ফেলা হয়, আর না থাকে, আর তোমাদের ধূপগাহ্‌গুলো উচ্ছিন্ন হয় এবং তোমাদের তৈরি বস্তুগুলো লোপ পায়।

7. আর তোমাদের মধ্যে লোকেরা নিহত হয়ে পড়ে থাকবে;তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।

8. তবুও আমি একটি অবশিষ্টাংশ রাখবো, বস্তুত দেশ বিদেশে তোমাদের ছিন্নভিন্ন হবার সময়ে তোমাদের কোন কোন লোক জাতিদের মধ্যে তলোয়ার থেকে রক্ষা পাবে।

9. আর তোমাদের সেই রক্ষা পাওয়া লোকেরা যাদের কাছে বন্দীরূপে নীত হবে, সেই জাতিদের মধ্যে আমাকে স্মরণ করবে; দেখবে তাদের যে জেনাকারী অন্তর আমাকে ত্যাগ করে গেছে ও তাদের যে চোখ নিজ নিজ মূর্তিগুলোর পিছনে চলে জেনা করেছে, তা আমি ভেঙ্গে ফেলেছি; তাতে তারা নিজ নিজ ঘৃণ্য আচার-ব্যবহার দ্বারা যেসব দুষ্কর্ম করেছে, সেজন্য নিজেদের দৃষ্টিতে নিজেদের ঘৃণা করবে।

10. আর তারা জানবে যে, আমিই মাবুদ;আমি তাদের প্রতি এই অমঙ্গল ঘটাবার কথা বৃথা বলি নি।

11. সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি করে করাঘাত কর ও ভূমিতে পদাঘাত কর এবং ইসরাইল-কুলের সমস্ত ঘৃণ্য দুষ্কর্মের জন্য হাহাকার কর, কেননা তারা তলোয়ারে, দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়বে।

12. দূরবর্তী লোক মহামারীতে মরবে, নিকটবর্তী লোক তলোয়ারের আঘাতে মারা পড়বে এবং অবশিষ্ট ও রক্ষা পাওয়া লোক দুর্ভিক্ষে মরবে; এভাবেই আমি তাদের উপর আমার গজব ঢেলে দেব।

ইহিস্কেল 6