1. আর মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,
2. হে মানুষের সন্তান, তুমি ইসরাইলের পর্বতমালার দিকে মুখ রেখে তাদের কাছে ভবিষ্যদ্বাণী বল।
3. এই কথা বল, হে ইসরাইলের পর্বতমালা, তোমরা সার্বভৌম মাবুদের কালাম শোন। সার্বভৌম মাবুদ পর্বতমালাকে, উপপর্বত-মালাকে, জলপ্রণালী ও উপত্যকাগুলোকে এই কথা বলেন, দেখ, আমি, আমিই তোমাদের উপরে একটি তলোয়ার আনবো ও তোমাদের উচ্চস্থলীগুলো বিনষ্ট করবো।
4. তোমাদের কোরবানগাহ্ সব ধ্বংস ও সূর্য মূর্তিগুলো ভেঙ্গে ফেলা হবে; এবং আমি তোমাদের নিহত লোকদের তোমাদের মূর্তিগুলোর সম্মুখে নিক্ষেপ করবো।
5. আমি বনি-ইসরাইলদের লাশ তাদের মূর্তিগুলোর সম্মুখে রাখবো এবং তোমাদের কোরবানগাহ্গুলোর চারদিকে তোমাদের অস্থি ছড়িয়ে দেব।
6. তোমাদের সমস্ত বসতি-স্থানে নগরগুলো উৎসন্ন হবে, উচ্চস্থলীগুলো ধ্বংস হবে; যেন তোমাদের কোরবানগাহ্গুলো উৎসন্ন ও ধ্বংস হয় এবং তোমাদের মূর্তিগুলো ভেঙ্গে ফেলা হয়, আর না থাকে, আর তোমাদের ধূপগাহ্গুলো উচ্ছিন্ন হয় এবং তোমাদের তৈরি বস্তুগুলো লোপ পায়।
7. আর তোমাদের মধ্যে লোকেরা নিহত হয়ে পড়ে থাকবে;তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।