পরে তার রক্তের কিছু পরিমাণ নিয়ে কোরবানগাহ্র চারটি শিংয়ে, সিঁড়ির চার প্রান্তে ও চারদিকে তার নিকালে সেচন করে কোরবানগাহ্ পাক-পবিত্র করবে ও তার জন্য কাফ্ফারা দেবে।