ইহিস্কেল 42:4-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. আর কুঠরীগুলোর সম্মুখে ভিতরের দিকে দশ হাত চওড়া এক শত হাতের একটি পথ ছিল এবং সকলের দ্বার উত্তর দিকে ছিল।

5. উপরিস্থ কুঠরীগুলো ক্ষুদ্র ছিল, কেননা গাঁথনির অধঃস্থিত ও মধ্যস্থিত কুঠরী থেকে এদের স্থান অপ্রশস্ত বারান্দার দরুন সংকীর্ণ ছিল।

6. কেননা তাদের তিন তলা ছিল, আর প্রাঙ্গণ-স্তম্ভের মত স্তম্ভ ছিল না, এজন্য অধঃস্থিত ও মধ্যস্থিত কুঠরীগুলোর চেয়ে উপরের কুঠরীগুলো সঙ্কুচিত ছিল।

7. আর বাইরে কুঠরীগুলোর সমান্তরাল অথচ বাইরের প্রাঙ্গণের পাশে কুঠরীগুলোর সম্মুখে একটি বেড়া ছিল, তা পঞ্চাশ হাত লম্বা।

8. কারণ বাইরের প্রাঙ্গণের পাশে কুঠরীগুলোর লম্বা পঞ্চাশ হাত ছিল, কিন্তু দেখ, এবাদতখানার আগে তা এক শত হাত ছিল।

9. বাইরের প্রাঙ্গণ থেকে সেখানে গেলে প্রবেশস্থান এই কুঠরীর নিচে পূর্ব দিকে পড়তো।

10. প্রাঙ্গণের বেড়ার প্রশস্ত পাশে পূর্ব দিকে খোলা স্থানের সম্মুখে এবং গাঁথনির সম্মুখে কুঠরী-শ্রেণী ছিল।

11. আর তাদের সম্মুখে যে পথ ছিল, তার আকার উত্তর দিকস্থ কুঠরীগুলোর মত ছিল; তার লম্বা অনুযায়ী চওড়া ছিল; আর তাদের সমস্ত নির্গমস্থান, তাদের গঠনও দ্বারের অনুযায়ী ছিল।

12. দক্ষিণ দিকের কুঠরীগুলোর দ্বারগুলোর মত একটি দ্বার পথের মুখে ছিল; সেই পথ সেখানকার বেড়ার সম্মুখে, যে আসত, তার পূর্ব দিকে পড়তো।

13. পরে তিনি আমাকে বললেন, খোলা স্থানের সম্মুখে উত্তর ও দক্ষিণ দিকের যেসব কুঠরী আছে, সেগুলো পবিত্র কুঠরী। যে ইমামেরা মাবুদের কাছে উপস্থিত হয়, তারা সেই স্থানে অতি পবিত্র দ্রব্যগুলো ভোজন করবে; সেই স্থানে তারা অতি পবিত্র দ্রব্যগুলো এবং শস্য-উৎসর্গ, গুনাহ্‌-কোরবানী ও দোষ-কোরবানী রাখবে, কেননা স্থানটি পবিত্র।

14. যে সময় ইমামেরা প্রবেশ করে, সেই সময়ে তারা পবিত্র স্থান থেকে বাইরের প্রাঙ্গণে বের হবে না; তারা যে যে পোশাক পরে পরিচর্যা করে, সেসব পোশাক সেখানে রাখবে, কেননা সে সকল পবিত্র; তারা অন্য পোশাক পরবে, পরে লোকদের স্থানে গমন করবে।

15. ভিতরের গৃহের পরিমাপ সমাপ্ত করলে পর তিনি আমাকে পূর্বমুখী দ্বারের দিকে বাইরে নিয়ে গেলেন এবং তার চারদিক মাপলেন।

16. তিনি মাপবার নল দিয়ে পূর্ব পাশ মাপলেন, মাপবার নলে তা সবসুদ্ধ পাঁচ শত নল পরিমিত।

17. তিনি উত্তর পাশ মাপলেন, মাপবার নলে তা সবসুদ্ধ পাঁচ শত নল পরিমিত।

18. তিনি দক্ষিণ পাশ মাপলেন, মাপবার নলে তা পাঁচ শত নল পরিমিত।

ইহিস্কেল 42