ইহিস্কেল 41:19-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. বস্তুত এক পাশের খেজুরের দিকে মানুষের মুখ এবং অন্য পাশের খেজুরের দিকে সিংহের মুখ চারদিকে সমস্ত গৃহে শিল্পীত ছিল।

20. ভূমি থেকে দ্বারের উপরিভাগ পর্যন্ত সেই কারুবী ও খেজুর শিল্পীত ছিল; এটি এবাদতখানার দেয়াল।

21. এবাদতখানার দ্বারকাঠগুলো চারকোনা বিশিষ্ট এবং পবিত্র স্থানের সম্মুখভাগের আকৃতিও সেই রকম ছিল।

22. কোরবানগাহ্‌ কাঠের তৈরি, তিন হাত উঁচু ও লম্বায় দুই হাত; এবং তার কোণ, পায়া ও শরীর কাঠের ছিল। পরে তিনি আমাকে বললেন, এটি মাবুদের সম্মুখস্থ টেবিল।

23. আর বায়তুল-মোকাদ্দসের ও বায়তুল-মোকাদ্দসের দুই দ্বার ছিল এবং এক এক দ্বারের দু’টা করে কবাট ছিল;

ইহিস্কেল 41