17. আর তোমাদের বিষয়ে, হে আমার মেষপাল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি মেষ ও মেষের, আবার মেষদের ও ছাগদের মধ্যে বিচার করবো।
18. এ কি তোমাদের কাছে তুচ্ছ বিষয় মনে হয় যে, উত্তম চরাণিতে চরছো, আবার নিজেদের অবশিষ্ট ঘাস পদতলে দলিত করছো? এবং নির্মল পানি পান করছো? আবার অবশিষ্টকে পদ দ্বারা মলিন করছো?
19. আমার মেষ পালের অবস্থা এই, তোমরা যা পায়ে মাড়িয়েছ, তারা তা-ই খায় ও তোমরা যা পা দিয়ে মলিন করেছ, তারা তা-ই পান করে।
20. অতএব সার্বভৌম মাবুদ তাদেরকে এই কথা বলেন, দেখ, আমি, আমিই হৃষ্টপুষ্ট মেষের ও কৃশ মেষের মধ্যে বিচার করবো।
21. তোমরা পাশ ও কাঁধ দিয়ে দুর্বলদের ঠেলছ, শিং দিয়ে আঘাত করছে, তাদেরকে বাইরে ছিন্নভিন্ন না করে ক্ষান্ত হও না।
22. এজন্য আমি আমার মেষপালকে রক্ষা করবো, তারা আর লুটদ্রব্য হবে না; এবং আমি মেষ ও মেষের মধ্যে বিচার করবো।
23. আর আমি তাদের উপরে একমাত্র পালককে উৎপন্ন করবো, তিনি তাদেরকে পালন করবেন, তিনি আমার গোলাম দাউদ; তিনিই তাদেরকে চরাবেন এবং তিনিই তাদের পালক হবেন।
24. আর আমি মাবুদ তাদের আল্লাহ্ হব এবং আমার গোলাম দাউদ তাদের মধ্যে নেতা হবেন; আমি মাবুদই এই কথা বললাম।
25. আমি তাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করবো ও হিংস্র পশুদেরকে দেশ থেকে শেষ করবো; তাতে তারা নির্ভয়ে মরুভূমিতে বাস করবে ও বনে-জঙ্গলে ঘুমাতে পারবে।