তোমার প্রচুর বাণিজ্যের দরুন তোমার অভ্যন্তর জোর-জুলুমে পরিপূর্ণ হল, তুমি গুনাহ্ করলে, তাই আমি তোমাকে আল্লাহ্র পর্বত থেকে তাড়িয়ে দিলাম এবং হে আচ্ছাদক কারুবী, তোমাকে আগুনের মত ঝক্মক করা পাথরগুলোর মধ্য থেকে সরিয়ে দিলাম।