ইহিস্কেল 23:11-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. এসব দেখেও তার বোন অহলীবা তার কামাসক্তিতে তার চেয়েও, হ্যাঁ, পতিতাবৃত্তিতে সেই বোনের চেয়েও বেশি ভ্রষ্ট হল।

12. সে নিকটবর্তী আসেরীয়দের প্রতি— শাসনকর্তা ও সেনাপতিদের প্রতি কামাসক্তা হল; তারা জমকালো পোশাক-পরিহিত ঘোড়সওয়ার যোদ্ধা, সকলেই মনোহর যুবক।

13. আর আমি দেখলাম, সে নাপাক, উভয়ে একই পথে চলছে।

14. আর সে তার পতিতাবৃত্তি বাড়াল, কেননা সে দেয়ালে চিত্রিত পুরুষদেরকে অর্থাৎ কল্‌দীয়দের লাল রংয়ে আঁকা প্রতিরূপ দেখলো;

15. তাদের কোমরবন্ধনী, তাদের মাথায় রঙীন দীর্ঘ পাগড়ী, তারা সকলে দেখতে সেনানীদের মত, কল্‌দীয় দেশজাত ব্যাবিলনীয়দের রূপবিশিষ্ট।

ইহিস্কেল 23