ইহিস্কেল 15:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,

2. হে মানুষের সন্তান, অন্য সব গাছের চেয়ে আঙ্গুরলতার গাছ, বনের গাছগুলোর মধ্যে আঙ্গুরলতার ডাল, কিসে শ্রেষ্ঠ?

3. কোন কাজের জন্য কি তা থেকে কাঠ গ্রহণ করা যায়? কিংবা কোন পাত্র ঝুলাবার জন্য কি তা দিয়ে গোঁজ তৈরি করা যায়?

4. দেখ, তা জ্বালানী কাঠ হিসেবে আগুনে ফেলে দেওয়ার পর আগুন তার দুই দিক পুড়িয়ে ফেলল; এর মাঝখানটাও পুড়ে গেল; এর পর কি তা কোন কাজে লাগবে?

5. দেখ, অবিকল থাকতে তা কোন কাজে লাগতো না, তবে যখন আগুন তা খেয়ে ফেলল, পুড়িয়ে দেওয়া হল, তখন তা কি কোন কাজে লাগতে পারবে?

ইহিস্কেল 15