ইহিস্কেল 13:7-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. তোমরা কি মিথ্যা দর্শন পাও নি? মিথ্যা কথারূপ মন্ত্র কি পড় নি? কেননা আমি না বললেও তোমরা বলছো, মাবুদ এই কথা বলেন।

8. এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা মিথ্যা কালাম বলেছ ও মিথ্যা কথারূপ দর্শন পেয়েছ; এজন্য দেখ, আমি তোমাদের বিপক্ষ, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।

9. বস্তুত আমার হাত সেই নবীদের বিপক্ষ উঠবে, যারা মিথ্যা দর্শন পায় ও মিথ্যা মন্ত্র পড়ে; তারা আমার লোকদের সভায় থাকবে না এবং ইসরাইল-কুলের খান্দাননামায় তাদের নাম উল্লিখিত হবে না, আর ইসরাইল-দেশে প্রবেশ করবে না; তাতে তোমরা জানবে যে, আমিই সার্বভৌম মাবুদ।

10. শান্তি না হলেও তারা ‘শান্তি’ বলে আমার লোকদেরকে ভ্রান্ত করেছে; এবং কেউ দেয়াল নির্মাণ করলে, দেখ, তারা চুন দিয়ে তা লেপন করে।

11. এজন্য যারা চুন দিয়ে তা লেপন করে, তাদেরকে বল, তা পড়ে যাবে, প্লাবনকারী বৃষ্টি আসবে; হে বড় বড় শিলাবৃষ্টি, তোমরা পড়বে এবং প্রচণ্ড ঝোড়ো বাতাস সজোরে বইবে।

ইহিস্কেল 13