13. আর আমি তার উপরে আমার জাল পাতব, তাতে সে আমার ফাঁদে ধৃত হবে; আমি কল্দীয়দের দেশ ব্যাবিলনে তাকে নিয়ে যাব; তবুও সে তা দেখতে পাবে না, অথচ সেই স্থানে মরবে।
14. আমি তার চারদিকে তার সহকারী সমস্ত লোকজন ও তার সমস্ত সৈন্যদলকে সমস্ত বায়ুর মুখে উড়িয়ে দেব এবং তাদের পিছনে তলোয়ার কোষমুক্ত করবো।
15. আর তারা জানবে যে, আমিই মাবুদ, যখন আমি তাদের জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করবো ও নানা দেশে ছড়িয়ে-ছিটিয়ে দেব।
16. তবুও আমি তাদের কতকগুলো লোককে তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী থেকে অবশিষ্ট রাখবো; যেন তারা যে জাতিদের কাছে যাবে, তাদের মধ্যে নিজেদের সমস্ত ঘৃণার কাজ প্রচার করে; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।