তখন মমূখন বাদশাহ্র ও কর্মকর্তাদের সাক্ষাতে উত্তর করলেন, বষ্টী রাণী যে কেবল বাদশাহ্র কাছে অপরাধ করেছেন তা নয়, কিন্তু বাদশাহ্ জারেক্সের অধীন সমস্ত প্রদেশের সমস্ত কর্মকর্তাদের ও লোকের কাছে অপরাধ করেছেন।