আর তারা ক্লিষ্ট ও ক্ষুধিত হয়ে দেশের মধ্য দিয়ে গমন করবে এবং ক্ষুধিত হলে রাগ করে নিজেদের বাদশাহ্কে ও নিজেদের আল্লাহ্কে বদদোয়া দেবে এবং উপরের দিকে মুখ তুলবে;