ইশাইয়া 63:3-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. ‘আমি কুণ্ডের আঙ্গুর একাকী দলন করেছি,জাতিদের মধ্যে কেউই আমার সঙ্গে ছিল না।আমি ক্রোধে তাদেরকে দলন করলাম,ক্রুদ্ধ হয়ে তাদেরকে মাড়াই করলাম;আর তাদের রক্তের ছিটা আমার পোশাকে লাগল,আমার সমস্ত কাপড় কলঙ্কিত করলাম।

4. কেননা প্রতিশোধের দিন আমার হৃদয়ে রয়েছে,ও আমার মুক্ত লোকদের বছর আসল।

5. আমি দেখলাম, কিন্তু সহকারী কেউ ছিল না;আমি আশ্চর্য হলাম, কেননা সহায় কেউ ছিল না;তাই আমারই বাহু আমার জন্য উদ্ধার সাধন করলো,ও আমার কোপই আমাকে তুলে ধরলো।

6. আর আমি ক্রোধে জাতিদেরকে দলন করলাম,ক্রুদ্ধ হয়ে তাদেরকে মাতাল করলাম,মাটিতে তাদের রক্তপাত করলাম।’

7. আমি মাবুদের নানা রকম অটল মহব্বত ঘোষণা করবো; মাবুদ আমাদের যেসব করুণা করেছেন এবং তাঁর নানা রকম বিশ্বস্ততার মহব্বত অনুসারে ইসরাইল-কুলের যে প্রচুর মঙ্গল করেছেন, সেই অনুসারে আমি মাবুদের প্রশংসা করবো।

8. কারণ তিনি বললেন, ওরা অবশ্য আমার লোক, ওরা এমন সন্তান, যারা মিথ্যা আচরণ করবে না; এভাবে তিনি তাদের মুক্তিদাতা হলেন।

9. তাদের সকল দুঃখে তিনি দুঃখিত হতেন, তাঁর উপস্থিতির ফেরেশতা তাদেরকে উদ্ধার করতেন; তিনি তাঁর প্রেমে ও তাঁর স্নেহে তাদেরকে মুক্ত করতেন এবং পুরাকালের সমস্ত দিন তাদেরকে তুলে বহন করতেন।

10. কিন্তু তারা বিদ্রোহী হয়ে তাঁর পাক-রূহ্‌কে শোকাকুল করতো, তাতে তিনি ফিরে তাদের দুশমন হলেন, নিজে তাদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন।

ইশাইয়া 63