পশুপাল যেমন উপত্যকায় নেমে যায়, তেমনি মাবুদের রূহ্ তাদেরকে বিশ্রাম করিয়েছিলেন; নিজের মহিমান্বিত নাম স্থাপনের জন্য তুমি তোমার লোকদেরকে তেমনি করে নিয়ে গিয়েছিলে।